নীতিশ বড়ুয়া:
কক্সবাজারের ভারুয়াখালী ও খুরুশকুল ইউনিয়নবাসীর স্বপ্নের সংযোগ সেতু নির্মাণ হচ্ছে। বহু প্রতীক্ষিত এ সেতু অবশেষে টেন্ডারে গেলো। কক্সবাজার শহরের অতি সন্নিকটের ভারুয়াখালী ইউনিয়নবাসিকে শহরে আসতে হলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুই ঘন্টা সময় অতিবাহিত করে আসতে হয়। তারা স্বপ্ন দেখে ভারুয়াখালী নদীর উপর একটি ব্রীজের। খুরুশকুল হয়ে কম সময়ে কক্সবাজার শহরে যাবে ভারুয়াখালী ইউনিয়নের মানুষ। এ স্বপ্ন বাস্তবায়নে ভারুয়াখালী নদীর উপর একটি সেতু নির্মাণের দাবী জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। ধর্ণা দিয়েছেন বিভিন্ন নেতার কাছে। নেতারা পরিদর্শনে গিয়ে কথা দিয়েছিলো ব্রীজ নির্মাণ করা হবে। কিন্তু কেউ কথা রাখেনি।
দু’বছর আগে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ভারুয়াখালী বাজারের এক জনসভায় উপস্থিত হলে, স্থানীয় জনসাধারণ তাঁর কাছে একটি ব্রীজের দাবী জানান। এমপি কমল বক্তৃতায় ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। জনসভায় এমপি কমল ঘোষনা দেন, ভারুয়াখালী নদীর উপর ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ ব্রীজ নির্মাণ করতে না পারলে আর নির্বাচনে দাঁড়াবেন না।
এমপি সাইমুম সরওয়ার কমল কথা রেখেছেন। আজ সেই স্বপ্নের বাস্তাবায়ন হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) স্বপ্নের ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ সেতু টেন্ডারে গেছে। দীর্ঘ ৩৯২ মিটার এ সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজার। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ পরিলক্ষিত হয়। এ খবরে ভারুয়াখালী ইউনিয়নে আনন্দ-উচ্ছাসের জোয়ার বয়ে যাচ্ছে। সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করছেন।
ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দীন জানান, দীর্ঘদিনের স্বপ্ন ভারুয়াখালী নদীর উপর একটি ব্রীজ হবে। ভারুয়াখালীর মানুষ এই সেতুর জন্য অনেক নেতা ও সরকারি দপ্তরে দাবী জানিয়ে আসছিলো, সবাই আশ্বাস দিলেও বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। তিনি বলেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ভারুয়াখালীর এক জনসভায় কথা দিয়েছিলেন, ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ সেতু নির্মাণ করা হবে। তিনিই একমাত্র নেতা যিনি কথা দিয়ে কথা রেখেছেন। এমপি কমলের প্রচেষ্টায় স্বপ্নের সেতুটি আজ টেন্ডারে গেছে, এ খবরে ভারুয়াখালীর মানুষ আনন্দের জোয়ারে ভাসছে। এলাকার মানুষ দলমত নির্বিশেষে এমপি কমলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর সফলতা কামনা করছেন।
সচেতন জনগনের মতে, ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ সেতু নির্মাণ হলে ভারুয়াখালীর মানুষ মাত্র ২০ মিনিটে কক্সবাজার শহরে যেমন পৌঁছতে পারবে, তেমনি এলাকার আর্থসামাজিক উন্নয়নে নবদিগন্তের সুচনা হবে। শিক্ষা ব্যবস্থা ও যোগাযোগ ক্ষেত্রে অনেক উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনে দুর্ভোগ লাঘব হবে। সে সাথে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হবে। এমপি কমলের একান্ত প্রচেষ্টায় কক্সবাজার-রামু উপজেলার পিছিয়ে পড়া মানুষের আরো একটি স্বপ্ন আজ পুরণ হচ্ছে।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জানান, দুই বছর আগে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বাজারের এক জনসভায় গেলে, ভারুয়াখালীর হাজার হাজার জনগণ দাবী করেন একটি ব্রীজের। সেই জনসভায় ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। বলেছিলাম, এই সেতু নির্মাণ করতে না পারলে আর নির্বাচনে দাঁড়াবো না। আজ সেতু নির্মাণের সকল প্রকৃয়া সম্পন্ন হয়ে সেতুটি টেন্ডারে গেছে। এজন্য এমপি কমল মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।