আবু সায়েম,কক্সবাজারঃ
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের প্রাত্যহিক অভিযানে ১০ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। গত ১২ সেপ্টম্বর সকাল ৮টা হতে ১৩সেপ্টম্বর সকাল ৮টা পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দীন খন্দকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত)মোহাঃ কামরুল আজম,পুলিশ পরিদর্শক (অপারেশনস এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাঃ মাইন উদ্দীন ,এসআই আনছারুল হক, এসআই সুজন চন্দ্র মজুমদার,,এসআই সনজিত চন্দ্র নাথ,এএসআই হারুনুর রশিদ,,এএসআই লিটন মিয়া, ,এএসআই প্রভাকর, , সঙ্গীয় ফোর্স এবং ইদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০জন আসামীকে গ্রেপ্তার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ নাজমুল নাজমুল হাসান, মোঃ সজল,মোঃ রিফাত, কান্তা আক্তার স্বপ্না, মোঃ রাসেল, আব্দুল আজিজ, জসিম উদ্দীন, ইব্রাহীম খলিল, আবু জাফর মোঃ হাসান, জেলা কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফরিদ উদ্দীন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেপ্তোর পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধরণ ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে, এবং চুরি ছিনতাই ও সন্ত্রাসিদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।