রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া,  টেকনাফ,:
১৩ সেপ্টেম্বর টেকনাফ বাহারছড়ায় গোপন সংবাদের ভিক্তিতে দুপুর ১টা সময় বাহারছড়া শামলাপুর র‌্যাব অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মোঃ আনিছুজ্জামানে নেতৃত্বে ও ডিএডি মামুনুর রশিদ আর সাবইন্সপেক্টর আব্দুুল মান্নান সহ সঙ্গীয় ফোর্স শামলাপুর লামার বাজার স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে সৌদি প্রবাসীর স্ত্রী সহ দুইজনকে প্রায় ৮৭২০ পিস ইয়াবা আটক করেছে র‌্যাব ।
আটকৃতরা টেকনাফ  লম্বরী গ্রামের সৌদি প্রবাসী আবদুল মান্নানের স্ত্রী হালিমা আক্তার (২৯) আর টেকনাফ পৌরসভার মহেশখালী পাড়ার আবদুল হাসিমের পূত্র মাহমুদুল হক (২৩) বলে জানা যায়। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন শামলাপুর র্যাব ১০ অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মোঃ আনিছুজ্জামান।