মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের বিদায়ী জেলা জজ মীর শফিকুল আলম বলেছেন, মানুষের কল্যাণের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। আইন কখনো মানবিকতার উর্ধ্বে নয়। তাই বিচারকাজে খোদা ভীরুতা, পেশাদারীত্ব, সকল নাগরিকের সমান অধিকারের কথা মনে রেখে সবার জন্য সুবিচার নিশ্চিত করতে হবে।
কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ১২ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলা জজ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বদলীজনিত বিদায় সম্বর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বিদায়ী জেলা জজ একথা বলেন। বিদায়ী জেলা জজ বলেন, সুদীর্ঘ ১২৫ কিঃমিঃ বালুকাময় সমুদ্র সৈকত ও পাহাড় বেষ্টিত, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কক্সবাজার হচ্ছে, এখানকার নাগরিকদের জন্য আশির্বাদস্বরূপ। যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য দর্শনে প্রতিনিয়ত স্বর্গীয় অনুভূতি অনুভব হয়। কিন্তু ইয়াবা ও অন্যান্য বহুরকম মাদকের প্রবেশদ্বার হিসাবে কক্সবাজারের যে অপবাদ রয়েছে, সেই অপবাদ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি সকল নাগরিককে বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগকে সহায়তার আহবান জানান। মাদকপাচারের বিরুদ্ধে গণসচেতনেতা গড়ে তোলে অপরাধীদের দমন করতে নাপারলে, অন্তত তাদের ঘৃনা করার অনুরোধ জানান। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ শ্রীমতী মৈত্রী ভট্টাচার্য্যের নান্দনিক উপস্হাপনায় অনুষ্ঠিত উক্ত সম্বর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক(জলা জজ) মোঃ নুর ইসলাম, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আফসারুল আফসার, জিপি এড. মোহাম্মদ ইসহাক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. ইকবালুর রশিদ আমিন সোহেল, জেলা মহিলা সংস্থার সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, কোর্ট ইন্সেপেক্টর কাজী মোহাম্মদ দিদারুল আলম, প্যানেল আইনজীবী এড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এড. ইয়াসমিন শওকত জাহান রোজী ও ইন্জিনিয়ার কানন পাল। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন, ভারপ্রাপ্ত জেলা জজ সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন। সম্বর্ধনা সভায় লিগ্যাল এইড স্মরনিকা প্রকাশনা কমিটির সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী’র সার্বিক ব্যাবস্হাপনায় লিগ্যাল এইড ম্যাগাজিন “সমন্বয়” এর মোড়ক আনুষ্ঠানিকভাবে উম্মোচন করা হয়। সভা সার্বিক তত্বাবধানে ছিলেন, লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী খোকন মাহমুদ ও অফিস সহায়ক শফিক সরকার। সভায় প্রিয়জনকে বিদায় জানানোর এই অনুষ্ঠানে এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। এদিকে একইদিন ১০ সেপ্টেম্বর বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে বিদায়ী জেলা জজ মীর শফিকুল আলমকে অনুরূপ আরেকটি বিদায় সম্বর্ধনা দেয়া হয়। উক্ত সভাতে জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা বক্তৃতা করেন। উভয় সম্বর্ধনা সভায় বিদায়ী অতিথিকে ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।