প্রেস বিজ্ঞপ্তি:

৪৭ তম জাতিয় স্কুল মাদ্রাসা,কারিগরি আন্তঃস্কুল প্রতিযোগিতার জেলা পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকালে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে অনুষ্টিত ফুটবল প্রতিযোগিতায় মহিলা পর্যায়ে রামু হাকিম রহিমা উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বহুমুখি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। পরে পুরুষ পর্যায়ে রামু খিজারী উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চকরিয়া উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

এর আগে হ্যান্ডবল,কাবাডি,সাতার সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহিদুর রহমান, এ সময় তিনি বলেন,কক্সবাজার খেলাধুলায় দিন দিন উন্নতী করছে,এই জেলার অনেক খেলোয়াড় দলগত এবং ব্যাক্তিগত ইভেন্টে বিদেশে গিয়েও সম্মান বয়ে নিয়ে আসছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আর বর্তমান সরকার খেলাধুলাকে বেশি পৃষ্টপোষকতা করছে তাই যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাঠে আসার আহবান জানান তিনি। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছালেহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন,কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু,সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃসেলিম উদ্দিন,কক্সবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর প্রমুখ।