ডেস্ক নিউজ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে দুই কাভার্ডভ্যানের ধাক্কায় এক চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে জোরারগঞ্জ বাইপাসের মোস্তান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) মো. কবির (৪০)। অপর জনের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে একটি একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১১৬৫০৭) পেছন থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যান চালক কবিরের মৃত্যু হয়। এ ঘটনায় অজ্ঞাত আরও একজন নিহত হয়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা দুর্ঘটনা-কবলিত কাভার্ডভ্যান দুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।