মো: ছফওয়ানুল করিম:

৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কক্সবাজার জেলার ফাইনালে আজ (১২ সেপ্টেম্বর) মুখোমুখি হতে যাচ্ছে রামু খিজিরিয়া উচ্চ বিদ্যালয় বনাম চকরিয়া উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় । গতকাল ১১ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজার শহীদ রুহুল আমিন ষ্টেড়িয়ামে সেমি ফাইনালে তুমুল লড়াই হয় পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশন ও ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের মধ্যে। ৯০ মিনিটের খেলায় কোন পক্ষই গোলের দেখা পায়নি। ট্রাইবেকারে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের গোলরক্ষক রমিজ উদ্দিন প্রথম বল আটকে দিয়ে উৎকন্ঠা বাড়িয়ে দেয় জিএমসির শিবিরে। পরে জিএমসির এরফান ও নেজাম পরপর দুটি বল মিস করলে জয় নিশ্চিত হয়ে যায় ইলিশিয়া উচ্চ বিদ্যালয়ের। জয়ের আনন্দে খেলোয়াড়দের কাঁধে নিয়ে মাঠ ঘুরে বেড়ায় সমর্থকরা। অপরদিকে পরের সেমি ফাইনাল ম্যাচে রামু খিজিরিয়া উচ্চ বিদ্যালয় উখিয়া উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হবার কথা থাকলেও উখিয়া উচ্চ বিদ্যালয় টিম উপস্থিত না থাকায় রামু খিজিরিয়া উচ্চ বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করে কর্তৃপক্ষ। তাই আজ ফাইনালে শক্তিশালী ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হবে বিনা বাঁধায় জয় পাওয়া রামু খিজিয়া উচ্চ বিদ্যালয়।

ইলিশিয়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা হলো, খায়রুল বশর, মো: সাকিব, মীর কাশেম, সালাহউদ্দিন, সাইফুল ইসলাম, মোরশেদ আলম, ওমর ফারুক, জোনাইদ, মোরশেদ, মিনার, সায়েম সিকদার, রমিজ উদ্দিন (গোল রক্ষক), সায়েদ, ফারুক, আরিফ, সৈয়দ করিম প্রমূখ। এ স্কুলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন, মাষ্টার আবুল কাশেম।

জিএমসির খেলোয়াড়রা হলো, হাফিজ, আবদুল্লাহ, এরফান, নেজাম, মিনহাজ, বুলেট, কুতুব (গোলরক্ষক) রাসেল, আমজাদ, শাওন, রাশেদ। এ স্কুলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন, স্কুলের ক্রীড়া শিক্ষক মাষ্টার নূর মোহাম্মদ।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, একইমাঠে মহিলা ফুটবলে ফাইনালে মুখোমুখি হচ্ছে রামু কাউয়ারকুপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় দুলহাজারা বহুমুখি উচ্চ বিদ্যালয়।