ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক, প্রফেসর হোসেন আহমেদ আরিফ ইলাহীর, উচ্চতর ট্রেনিং এর যন্য আমেরিকা সরকারের আমন্ত্রণে , আমেরিকা গমন।আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানযোগে সকাল ১০.০০ টা: আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। উনি সর্ব স্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন।এবং নিরাপদে যাতে সফর শেষ করে আবার দেশে ফিরতে পারেন।
কক্সবাজার সরকারি কলেজের প্রফেসর আরিফ ইলাহীর আমেরিকা গমণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে