শাহিদ মোস্তফা শাহিদ, সদর:

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে সরকারি খাস জমি(চাঁন্দিনা ভিটা) জোর পুর্বক দখল করে রাতের অন্ধকারে দোকান নির্মাণের খবর পাওয়া গেছে।১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে ঘটনাটি ঘটে পরিষদের পাশে।জানা গেছে,ইউনিয়ন পরিষদ সংলগ্ন দেওয়ালের দক্ষিণ পাশ ঘেঁষে সরকারি খাস জমি দখল করে আসছিল ইউনিয়নের মাইজপাড়া এলাকার ফজল করিমের পুত্র লোকমান হাকিম নামের এক প্রভাবশালী দীর্ঘদিন জোর পুর্বক ভোগ দখল করে আসছিল।সম্প্রতি দোকানঘরটি জরাজীর্ণ হয়ে গেলে নতুন করে ইট- সিমেন্টের ধারা নতুন বিল্ডিং নির্মাণ করে আসছে।রাতের অন্ধকারে নির্মাণ কাজ দেখে স্থানীয়দের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশের অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানায়, প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এ কাজটি অব্যাহত রাখায় কেউ মুখ খোলার সাহস করছে না। তিনি আরো বলেন দখলকৃত জমির মূল্য তিন লক্ষ টাকার অধিক হবে।চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জায়গাটি সরকারি খাস ( চাঁন্দিনা ভিট)।অভিযুক্ত লোকমান হাকিমের মোবাইলে কয়েকবার কল দেওয়া হলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল হাসান জানান,সরকারি খাস জমি দখল করে কোন প্রভাবশালী ব্যক্তি স্থাপন নির্মাণ করলে তা মেনে নেওয়া হবে না।ইতিমধ্যে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।