হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে সরকারী বিধানের তোয়াক্কা না করেই চোরাইভাবে সার এনে বিক্রি ও মওজুদের সময় ৮০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস।
জানা যায়, ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা উপজেলার হ্নীলা বাসষ্টেশনের কীটনাশক বিক্রেতা ডিলার বাবুল কৃষি ঘর কর্তৃপক্ষ জেলা সার মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া
দীর্ঘদিন ধরে অবৈধভাবে উখিয়া হতে চোরাইভাবে চাঁন্দের গাড়িযোগে টিএসপি ও ডিএপি সার গাড়িযোগে আনার সময় উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল আলমের নেতৃত্বে আটক ও জব্দ করা হয়। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন জব্দকৃত সার বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য নিয়ে যায়।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শরীফুল ইসলাম জানান, এক উপজেলা থেকে অন্য উপজেলায় সার নিতে হলে জেলা সার মনিটরিং কমিটির অনুমোদন নিতে হয়। একজন কীটনাশক বিক্রেতা কখনো সার বিক্রি করতে পারেন না। সে অবৈধভাবে সার নিয়ে যাচ্ছেন। তাই অবৈধ সার জব্দ করা হয়েছে।
উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান জানান, তিনি অবৈধভাবে সার এনে অন্যায় করেছেন। জব্দকৃত এসব সার উপজেলার কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য রাতেই উপজেলায় নেওয়া হয়েছে।


হ্নীলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফের হ্নীলা বাসষ্টেশনে অভিযান চালিয়ে দুই দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, ১০ সেপ্টেম্বর রাত ৮ টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল হাসান হ্নীলা বাসষ্টেশনের দারুস সুন্নাহ রোডের আব্দু শুক্কুর ও মাহফুজুর রহমানের দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ইং অনুসারে যথাক্রমে ৩ হাজার এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।