এম.মনছুর আলম,চকরিয়া :
চকরিয়ায় সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির দূর্গা পুজা উদযাপন কল্পে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠনের লক্ষ্যে রবিবার রাত ৮টায় চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে এক সভা অনুষ্টিত হয়। এসময় প্রতি বছরের ন্যায় এবারও আড়ম্বরপূর্ণভাবে দূর্গা পুঁজা উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।উক্ত সভায় সবার সম্মতিক্রমে সুজিত দাশকে সভাপতি, অসীম কান্তি দে রুবেলকে সাধারণ সম্পাদক ও অর্পন বসাককে অর্থ-সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির দূর্গা পূঁজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মিটুন কিশোর দাশ, সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ মিত্র, সাবেক অর্থ-সম্পাদক রনজিত দাশ, বাবলু দাশ (বাবু), ইমন দাশ, প্রান্ত দাশ, মিশন ধর, রাকেশ বসাক, সজীব দাশ, রনি, জুয়েল, নারায়ন চৌধুরী, অনি বসাক, সুমন কান্তি দেব, বিলাশ ধর, পাবেল তালুকদার, আদিত্য রুদ্র, সুমন, সাগর, শ্রীকান্ত দাশ, দীপ্ত দে, দুর্জয় দেবনাথ, রতন দেবনাথ, আদেশ বসাক, অকিল দাশ, পল্লব দাশ, শান্ত ধর, শ্রীকান্ত ধর, শুভ দেবনাথ, সন্তু চৌধুরী, নয়ন মহাজন পাপ্পু, চন্দন কুমার সুশীল, বিপ্লব কর, দোলন ধর, প্রলয় ধর, অরুপ সুশীল ও রাসেন রুদ্রসহ প্রমুখ।
নতুন কমিটির সভাপতি সুজিত দাশ বলেন, সব পাড়ার ছেলেদের সাথে নিয়ে আমরা এবার আড়ম্বরপূর্ণভাবে মা’র আরাধনা করবো। এজন্য পাড়ার সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। আশা করি সুন্দর একটি দূর্গা পুঁজো উপহার দিতে পারবো।
এসময় তিনি কমিটির সকদল সদস্যদের তাদের নিজ নিজ দায়িত্ব সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করার অনুরোধ জানান।
চকরিয়ায় কেন্দ্রীয় হরি মন্দির দূর্গা পুজা কমিটি গঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।