এম.মনছুর আলম, চকরিয়া :
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক মুকুল কান্তি দাশকে চকরিয়া উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার উপ-সচিব উম্মে সালমা তানজিয়ার স্বাক্ষরিত আদেশের প্রেক্ষিতে চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সর্বসম্মতিক্রমে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশকে সদস্য করেন।
পরবর্তী প্রতিটি আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণের নিমিত্তে মুকুল কান্তি দাশকে আইন-শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে পত্র দিয়ে সভায় উপস্থিত থাকতে জানানো হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ।
এদিকে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক মুকুল কান্তি দাশকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়–য়া পিন্টু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সভাপতি রতন বরণ দাশ, সহ-সভাপতি আলংহ্রী রাখাইন, কাজল বড়ুয়া, নিপুন মল্লিক (খ্রিস্টান), চকরিয়া উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রীদুল রঞ্জন দাশ, ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভা শাখার সভাপতি ও বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ন কান্তি দাশ, উপজেলার যুগ্ন-সম্পাদক লিটন কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক দিলীপ সুশীল, ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সুনিপ দাশ সৌরভসহ ঐক্য পরিষদের উপজেলা-পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।