নিজস্ব প্রতিবেদক:
নারীদের আইনী সহায়তা দেয়ার লক্ষ্যে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ‘নারী সহায়তা কেন্দ্র’ উদ্বোধন হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) বিকালে আনুষ্ঠানিক এর উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম।
ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর যৌথ সহযোগিতায় নারী সহায়তা কেন্দ্রে যেসব সেবা দেয়া হবে তা হলো- নির্যাতনের শিকার নারী ও শিশুদের অভিযোগ গ্রহণ, নারী নির্যাতনের তথ্য যাচাই বাছাই করা ও আইনি সহায়তা, বাল্যবিয়ের শিশুদের আইনী সহায়তা প্রদান ও বাল্য বিয়ে প্রতিরোধ, নির্যাতনের শিকার নারীদের মনোসামাজিক সেবা প্রদান, প্রয়োজন সাপেক্ষে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে সমন্বয় সাধন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি।
ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন (ইপসা) এর আয়োজনে নারী সহায়তা কেন্দ্র উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- যুগ্ম-জেলা ও দায়রা জজ (১ম আদালত) ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন, যুগ্ম-জেলা ও দায়রা জজ (২য় আদালত) মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী জজ আলাউল আকবর, আবুল মনসুর ছিদ্দিকী, বেগম খাইরুন্নেছা, সহকারী জজ নুসরাত জামান, সাজ্জাতুন নেছা, সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার মৈত্রী ভট্টাচার্য, জেলা সুপার মোঃ বজলুর রশিদ আখন্দ, ইপসার সহকারী পরিচালক খালেদা বেগম, ইউএনএফপিএর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এস.এম ইকবাল হোসেন, ইপসার প্রকল্প ব্যবস্থাপক হারুনুর রশিদ, আস্থা প্রকল্পের কেইস কো-অর্ডিনেটর মাকসুদুর রহমান।