মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারে নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রী একেএম আসাদুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে স্বরাষ্ট্র মন্ত্রী নতুন নিয়োগপ্রাপ্ত এসপিকে কক্সবাজারের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন বলে দায়িত্বশীল সুত্র জানা গেছে। এসময় নতুন এসপি এবিএম মাসুদ হোসাইনের সাথে একই প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত অন্যান্য এসপি’রাও স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাত করেন। উল্লেখ্য, গতকাল ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার জারীকৃত এক প্রজ্ঞাপনে বর্তমানে কর্মরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এবিএম মাসুদ হোসাইনকে কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসাবে নিয়োগসহ ১৬ জন উধ্বর্তন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলী করা হয়। একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসাইনকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।