প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের নতুন অতি: পুলিশ সুপার, চৌকস পুলিশ কর্মকর্তা মো: ইকবাল হোসাইনকে রবিবার দুপুরে জাতীয় ম্যাগাজিন জনতার কণ্ঠ ও জাতির আলো কক্সবাজার ব্যুরো অফিসের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অতি: পুলিশ সুপার কার্যালয়ে জনতার কণ্ঠের কক্সবাজার জেলা প্রতিনিধি লায়ন জিয়াউল করিম ও জাতির আলো’র কক্সবাজার জেলা প্রতিনিধি, কক্সবাজার জেলা কারাগারের বেসরকারি কারা-পরিদর্শক রেবেকা সুলতানা আইরিনের নেতৃত্বে গতকাল ব্যুরো কার্যালয়ের সাংবাদিকবৃন্দ মো: ইকবাল হোসাইনকে ফুলেল ভালোবাসায় সিক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতির আলোর শিল্প ও বাণিজ্য প্রতিবেদক এড. শামসুল ইসলাম হেলালী (আজিম), জাতির আলোর স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়ুম নয়ন, জনতার কণ্ঠের ক্রীড়া প্রতিবেদক আতিকুর রহমান শাকিল, ব্যুরো অফিসের প্রধান কম্পিউটার অপারেটর ও ডিজাইনার চিংসাউ মারমা। ফুলেল ভালোবাসার জবাবে নতুন অতি: পুলিশ সুপার ইকবাল বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের আলোকিত লেখনির কারণে ও বস্তুনিষ্ঠ সংবাদের প্রেক্ষিতে রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত ওয়াকিবহাল হয়। আমি আমার দায়িত্ব পালনকালে কক্সবাজার জেলাবাসীর সহযোগিতাসহ সাংবাদিকদের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমার ভূমিকা থাকবে জবাবদিহিতামূলক। কারণ আমি জনগণের সেবার মনমানসিকতা নিয়ে পুলিশে যোগদান করেছি। যতদিন আপনাদের এলাকায় দায়িত্ব পালন করবো, নিজের আদর্শকে ভুলুণ্ঠিত করবো না। জনতার কণ্ঠ ও জাতির আলো’র ব্যুরো কার্যালয়ের সাংবাদিকবৃন্দ পত্রিকার বিশেষ সংখ্যা তার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসবি’র সার্কেল শহিদুল ইসলাম ও ইন্সপেক্টর জাকির হোসেন ভুঁইয়া।