মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এবিএম মাসুদ হোসাইন (বিপি – ৭৫০৫১০৫০৭৯)কে নিয়োগ দেয়া হয়েছে। কক্সবাজারের বর্তমান পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসাইন (বিপি – ৭৫০১০৮১৮৮৮)কে টুরিষ্ট পুলিশের পুলিশ সুপার হিসাবে বদলী করা হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ -১ অধিশাখার উপ সচিব ধনন্ঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ১৭(অংশ)১১৬৮/১(১১) নং স্মারকে জারিকৃত এক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। একই আদেশে এই দু’জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৬ জন উধ্বর্তন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্হানে বদলী করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।