সাইফুল ইসলাম বাবুল, পেকুয়া:
পেকুয়ায় তাসলিমা বেগম (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া দক্ষিণ জুম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা বেগম ওই এলাকার মালয়েশিয়া ফেরত তৌহিদুল ইসলাম শিবলীর স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, আট দিন আগে মালয়েশিয়া থেকে বাড়ি আসেন তৌহিদুল ইসলাম। পারিবারিক বিষয় নিয়ে শনিবার রাতে তাসলিমার সঙ্গে ঝগড়া হয় তার।
রোববার সকালে স্থানীয়রা তাসলিমার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ তৌহিদুলের বাবা মোহাম্মদ আলী ও মা জান্নাতুল ফেরদৌসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। নিহত তাসলিমা বেগমের শিফাত ও শিফা নামে দুই সন্তান রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।