ককস বাজারের মহেশখালীতে ১ম বারের মত আন্তর্জাতিক দাবা টুর্ণামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক রেটিংধারী ও রেটিং বিহীন উভয় ক্যাটাগরীর দাবাডুরা উক্ত টুর্ণামেন্ট অংশগ্রহন করতে পারবে বলে জানিয়েছেন অায়োজক কতৃপক্ষ। হোয়ানক কলেজের সহকারী অধ্যাপক সরওয়ার কামাল ও আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যাপক মোহাম্মদ কায়সার উদ্দীন এর ব্যবস্থাপনায় এবং ব্যাংক এশিয়া ( এজেন্ট ব্যাংকিং) হোয়ানক শাখার সহযোগিতায় দেশ সেবা ক্রীড়া চক্র এ টুর্ণামেন্টের অায়োজন করছে। আলহাজ্ব অাব্দুল কাদের স্মৃতি আন্তর্জাতিক ফিদে রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৮ শীর্ষক টুর্ণামেন্টটি অাগামী ১৪ সেপ্টেম্বর মহেশখালীর হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের খ্যাতিনামা দাবা পরিচালক তনিমা পারভিন ও এম,এম তারেক এ টুর্ণামেন্ট পরিচালণা করবেন।
আন্তর্জাতিক রেটিংধারী ( Rated) ও রেটিং বিহীন (Non-Rated) উভয় ক্যাটাগরীর দাবাডুরা উক্ত টুর্ণামেন্ট অংশগ্রহন করতে পারবেন।
#Venue (ভেনু) : হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়, হোয়ানক, মহেশখালী। এন্টি ফি (জন প্রতি)-
#রেটিংধারী ( Rated) : ৫০০ (পাঁচশত) টাকা। #রেটিং বিহীন (Non-Rated) : ৩০০ (তিনশত) টাকা।
#টুর্ণামেন্টের তারিখ:- ১৪/০৯/২০১৮ইং।
#স্পন্সর: ব্যাংক এশিয়া (এজেন্ট ব্যাংকিং), হোয়ানক শাখা, মহেশখালী, কক্সবাজার। সার্বিক ব্যবস্থাপনায়-
#সরওয়ার কামাল সহকারী অধ্যাপক, হোয়ানক কলেজ। মোবাইল- 01825 253622
#মোহাম্মদ কায়সার উদ্দীন অধ্যাপক, আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ। মোবাইল- ০১৮১৮ ৯০৯২৫০|
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।