প্রেস বিজ্ঞপ্তি:
সফল উদ্যোক্ত হিসেবে ‘মাইক্রো ইন্ডাস্ট্রেজ ডেভেলভম্যান্ট এসিসটেন্ট এন্ড সার্ভিস (এমআইডিএস) এ্যাওয়ার্ড-২০১৮’ পেলেন কক্সবাজারের সফল উদ্যোক্তা নয়ন সেলিনা। ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই এ্যাওয়ার্ড তুলে দেয়া । এই উলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফালে আহমদ। তিনি নয়ন সেলিনাসহ অন্যান্য এ্যাওয়ার্ড অর্জনকারীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।
নয়ন সেলিনা কক্সবাজারে একজন সফল উদ্যোক্ত। পোল্ট্রি শিল্পে একজন সফল ব্যবসায়ী তিনি। কক্সবাজারে এই শিল্পের উন্নয়নে তিনি যথেষ্ট অবদান রেখেছেন। এই অবদানের জন্য তিনি ইতিমধ্যে কয়েকটি জাতীয় পুরস্কার ও এ্যাওয়ার্ড অর্জন করেছেন। তার সাফল্যের ধারবাহিকতা অব্যাহত রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।