সিবিএন:
সাগরে গোসল করতে নেমে ভেসে যাওয়া সাজিদ (১২) নামে এক শিশুকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করেছে লাইফগার্ড এবং বীচ কর্মীরা। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে টায় সৈকতের লাবণী পয়েন্টে এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি চট্টগ্রামের চাঁন্দগাও এলাকার সেলিম খানের পুত্র।

সত্যতা নিশ্চিত করে বীচ কর্মীদের ইনচার্জ বেলাল হোসেন জানান, পরিবারের সাথে সৈকতে বেড়াতে কোনো কিছু বুঝে উঠার আগেই শিশুটি সাগরে নেমে পড়ে। এতে অনেক দূর ভেসে যায়। এসময় বিষয়টি সাথে সাথে নজরে আসে বীচ কর্মীদের। তাৎক্ষণিক বীচ কর্মীদের ইনচার্জ বেলাল হোসেনের নেতৃত্বে বীচকর্মী ও লাইফগার্ড’র সদস্যরা শিশুকে উদ্ধার করতে সক্ষম হন। তবে ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে সে। উদ্ধার করে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।