মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে ট্রাফিক ক্যাম্পেইন শুরু করেছেন দোহাজারী হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের উদ্যোগে ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় ক্যাম্পেইন উদ্বোধন করেন হাইইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
এসময় ওসি ট্রাফিক আইন মেনে চলার জন্য মোটরযান, পথচারী ও সংশ্লিষ্টদের অনুরোধ জানান। সড়কে চালকদের মাঝে জনসচেতনতা মূলক লিপলেট বিতরণ করেন। যেসব গাড়িতে কাগজ পত্র ওকে পেয়েছেন ওই সব চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ। ট্রাফিক পুলিশের ক্যাম্পেইনে সহযোগিতা করেন উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ, জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, দোহাজারী ব্লাড ব্যাংকের সেবকবৃন্দু, । ট্রাফিক ক্যাম্পেইনে গাড়ির রোড পারমিট, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকায় মোটরযান আইনে ২০টি মামলা দায়ের করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।