মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীর মাঝে কোন না কোন প্রতিভা লুকিয়ে আছে। আর সেই লুকায়িত প্রতিভাকে ভালো পড়ালেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে প্রত্যেককে আপ্রাণ চেষ্টা করতে হবে। তিনি বলেন, শুধু লেখা-পড়া করে শিক্ষিত হলে হবেনা, সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত হয়েই নিজেকে দেশের কাজে আত্মোৎস্বর্গ করতে হবে। তবেই সমাজ তথা দেশ এগিয়ে যাবে। বান্দরবানের লামা মাতামুহুরী ডিগ্রী কলেজ জাতীয়করণে গৌরবোজ্জল অবদানের জন্য শনিবার দুপুরে কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বুঝিনা, আমি বুঝি সবাই মানুষ। তাই বান্দরবানের সবাইকে এক পরিবারের সদস্য ভেবেই সেবা করে যাচ্ছি। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের ফলে দেশ অনেক এগিয়ে গেছে, ডিজিটাল হয়েছে। বর্তমানেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে। ভবিষ্যতেও উন্নয়ন কাজ অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় নির্বাচিত করার আহবান জানান প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণায় বিশেষ অতিথি ছিলেন, আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল মাহাবুবুর রহমান পিএসসি পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, ফাতেমা পারুল, মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম,। এতে অন্যদের মধ্যে কলেজ শিক্ষক মো. রুহুল আমিন, শিক্ষার্থী শহীদুল ইসলাম সাদ্দাম, সালাহ উদ্দিন নাহিদ, জয়ন্তী দাশ বক্তব্য রাখেন। এ সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাাথোয়াইচিং মার্মা, ছাচিংপ্রু মার্মা, মিন্টু কুমার সেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো: আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তিনি কলেজ ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন। পরে পৌরসভা মিলনায়তনে বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।