মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে সাতকানিয়ায় ট্রাফিক ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে আজ ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় কেরানীহাট ট্রাফিক বক্সের সামনে ক্যাম্পেইন উদ্বোধন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাছানুজ্জামান মোল্যা।
ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সার্জেন্ট গোলাম হোসেন সবুজ, এটিএসআই ফয়সাল, শ্রমিক নেতা মোঃ মুছা কোম্পানি ও আরব আলী বাছা। এসময় সভায় প্রধান অতিথি হাছানুজ্জামান মোল্যা বলেন, আমাদের দেশে ৯০% মানুষ ট্রাফিক আইন জানে না। আবার অনেকে ট্রাফিক আইন জেনেও মানেনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে। ট্রাফিক আইন মেনে চলার জন্য মোটরযান, পথচারী ও সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি। সভা শেষে অতিরিক্ত পুলিশ সুপার সড়কে চালকদের মাঝে জনসচেতনতা মূলক লিপলেট বিতরণ করেন। যেসব গাড়িতে কাগজ পত্র ওকে পেয়েছেন ওই সব চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ। ট্রাফিক পুলিশের ক্যাম্পেইনে সহযোগিতা করেন সাতকানিয়া সরকারি কলেজের বিএনসিসির সদস্যরা।

ছবির ক্যাপশান : ট্রাফিক ক্যাম্পেইনে লিপলেট বিতরণ করছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাছানুজ্জামান মোল্যা। ক্যাম্পেইনে চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ।