শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো এক শিশুর। ৮ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু পশ্চিম খোদাইবাড়ী এলাকার বাদশা মিয়া পুত্র মোহাম্মদ মোবারক (৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঘটনার সময় নিহত শিশু রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল। এ সময় চট্রগ্রাম মুখি একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়।স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি সিবিএনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
একই এলাকার বাসিন্দা যুবলীগ নেতা নাছির উদ্দীন জয় বলেন, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করতে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত শিশুর মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে।মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের মোবাইলে সংযোগ না পাওয়া বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।