সংবাদদাতা:
কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামের টিএন্ডটি এলাকায় পাহাড় কাটার দায়ে কাদির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেলে পাহাড় কাটার সময় কাদির হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পাহাড় কাটার স্থান থেকে দ্রুত পালিয়ে যায় আরো বেশ কয়েকজন শ্রমিক।
এসময় পাহাড় কাটার কিছু সরঞ্জামও জব্দ করা হয়। ঘটনাস্থলে আটক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে তিন মাসের সাজা দেওয়া হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা দিতে অপরাগত প্রকাশ করায় তিন মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় কাদির হোসেনকে। সাজাপ্রাপ্ত কাদির হোসেন উখিয়ার ইনানী সাহারবিল গ্রামের আবদুর রহমানের ছেলে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান সাজা প্রদান করেন।
সে কলাতলীর ইলিয়াছ সওদাগরের শ্রমিক হিসাবে পাহাড় কর্তন করেছে। এসময় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সাইফুল আশ্রাব উপস্থিত ছিলেন।
আদর্শগ্রামে পাহাড় কাটায় এক ব্যক্তির তিনমাসের কারাদন্ড
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে