নিজস্ব প্রতিবেদক:

কুতুবদিয়ায় পুলিশের অভিযানে আনোয়ার হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে বড়ঘোপ ইউনিয়নের উত্তর বড়ঘোপ এলাকায় ইয়াবা বিক্রির গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ১০০ পিস ইয়াবাসহ ধরা পড়ে আনোয়ার। সে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটগুলি রাসেল মাতবরের কাছ থেকে কিনে এনেছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ধৃত আনোয়ার ওই এলাকার মাস্টার ছৈয়দ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) দিদারুল ফেরদৌস জানান, ‘আনোয়ার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’