চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন এর সাথে মতবিনিময় করেছেন চকরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। ৫ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাক্ষাত করেন। ওইসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিটিভি জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল ও সাংবাদিক ইউনিয়নের নেতা চ্যানেল আই কক্সবাজার জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক পুর্বকোনের সাংবাদিক এম জাহেদ চৌধুরী, নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক সমকাল প্রতিনিধি এমআর মাহমুদ, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি দৈনিক কালেরকন্ঠ ও আজাদীর সাংবাদিক ছোটন কান্তি নাথ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজ ও চট্টগ্রাম মঞ্চ, দৈনিক কক্সবাজারের সাংবাদিক মিজবাউল হক উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে জেলা প্রশাসক মো: কামাল হোসেন চকরিয়া উপজেলা ও ক্লাবের উন্নয়ন অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের কথা শুনেন। ওইসময় জেলা প্রশাসক নেতৃবৃন্দের আহবানে আশ্বাস দিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের অগ্রউন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতা করবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।