আমান উল্লাহ কবির, টেকনাফ:
টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নির্দেশে এ এস আই নিজাম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫ বৎসরের সাজাপ্রাপ্ত আসামী শাহপরীরদ্বীপ মিস্ত্রীপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে তৈয়ব উল্লাহ্ (৩২) কে গ্রেফতার করা হয়। আটক রহিম উল্লাহকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ২০১১ সালের মাদকের এক মামলায় আদালত আসামী রহিমের বিরুদ্ধে সাজা প্রদান করে। মামলার রায় হওয়ার পর থেকে আসামী তৈয়ব উল্লাহ্ পলাতক ছিল।
ওসি আরো জানান, ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।