ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের মহান প্রতিষ্ঠাতা ও “গণতন্ত্রের মানষপুত্র” হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৬তম জন্ম বার্ষিকী আজ শনিবার ৮ সেপ্টেম্বর। এ উপলÿ্যে যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যাণ পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পরিষদ, জাতীয় চারনেতা পরিষদ, প্রবাসী বাঙ্গালী সমাজ কল্যাণ পরিষদ, “বণলতা” শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক গোষ্ঠী ও শিরি শিশু সাহিত্য কেন্দ্র (নিউইয়র্ক শাখা)সহ যুক্তরার্ষ্ট্রস্থ বাংলাদশে কর্মকমিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।খবর বাপসনিঊজ:
উলেøখ্য, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর “রাজনৈতিক পিতা” হিসেবে পরিচিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইংরেজি ১৮৯২ সনে এ দিনে পশ্চিম বাংলার মেদেনীপুরে এক উচ্চ অভিজাত পরিবারে জন্ম গ্রহন করেন। বৃটিশ ভারতে অভিক্ত বাংলার সর্বশেষ প্রধানমন্ত্রী (১৯৪৬- ৪৭) এবং তদানীন্তন পাকিস্তানের এককালীন প্রধানমন্ত্রী (১৯৫৬- ৫৭) সোহরাওয়ার্দী ছিলেন তার সময়কার অবিস্মরণীয় জনপ্রিয় নেতা।
এ উপলক্ষ্যে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন বলেন, “ভাসানী-ভক্তরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসাবে দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করলে ও তা ঐতিহাসিক সত্য নয়। ভাসানী কখনোই আওয়ামী লীগের দলীয় প্রধান বা কেন্দ্রীয় নেতা ছিলেন না। সোহরাওয়ার্দীর আশীর্বাদ,মনোনয়ন ও অনুমোদন নিয়ে ভাসানীকে প্রাদেশিক (পূর্ব বাংলা) আওয়ামী মুসলিম লীগের সভাপতি করা হয়। তবে ভাসানী একজন বড় মাপের নেতা ছিলেন, এ বিষয়ে আমরা দ্বি-মত পোষণ করিনা। বর্তমান সময়ের উপনেতা ও পাতিনেতাগণ নিজেদের নিয়ে ঢাক-ঢোল পেটাতে এতটাই অতি ব্য¯Í থাকেন যে তারা সোহরাওয়ার্দী বা তার মত অতীতের মহান নেতাদের সহসা বিস্মৃত হন, তাঁদের নাম উচ্চারণ পর্যন্ত করেন না। স্বাধীন বাংলা রাষ্ট্র প্রতিষ্টার স্বপ্ন সোহরাওয়ার্দীও দেখেছিলেন। পরবর্তীতে তাঁর সেই লালিত স্বপ্নের সফল বাস্তবায়ন করেছেন তাঁরই ‘রাজনৈতিক পুত্র’ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আসুন, কিংবদন্তী জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৬ তম জন্মদিবসে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।” যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৬তম জন্মদিবস পালন করবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।