একজন শিক্ষক, যার স্নেহ ভালবাসার পরশ পেতে অধির আগ্রহে তাকিয়ে আছে কোমলমতী শিক্ষার্থীরা। কিন্তু দুরারোগ্য ব্যাধি বাধ সেধেছে! এদিকে দিন যতই ঘনিয়ে আসছে সদা হাস্যোজ্জ্বল গিয়াসের মুখের হাসিও যেন ক্রমেই মিলিয়ে যাচ্ছে। পরিবারে নেমে এসেছে রাজ্যের দুশ্চিন্তা! বলছি, দুরারোগ্য ব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত এক শিক্ষকের কথা। খুরুশকুর ডেফোডিল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও ছাত্রদল নেতা গিয়াস উদ্দিনের শরীরে ধরা পড়েছে ক্যান্সার। পরিবারের সামর্থ্য এবং কিছু হৃদয়বান মানুষের সহায়তায় ইতিমধ্যে ঢাকার ক্যান্সার নিরাময় হাসপাতাল ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ জানিয়েছেন তাকে ২৫ টি রেডিও থেরাপি দেওয়ার পর ক্যান্সার আক্রান্ত স্হান অপারেশনের মাধ্যমে কেটে ফেলতে হবে। এ ক্ষেত্রে তার চিকিৎসার আনুমানিক ব্যয় প্রায় ৪ লক্ষাধিক টাকা যা তার পরিবারের পক্ষে যোগান দেয়া অসম্ভব! তাই বলে কী বিনা চিকিৎসায় কষ্ট পাবেন একজন শিক্ষক? অকালে ঝড়ে যাবে নিরাময় জীবনের স্বপ্ন? আসুন সবাই মিলে গিয়াস উদ্দিনের পাশে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দিই। এগিয়ে আসি যার যেমন সামর্থ্য আছে তেমন করে…আপনার আমার ক্ষুদ ক্ষুদ দান-সহায়তায় এক মেধাবী শিক্ষকের জীবন প্রদীপ জ্বলে উঠতে পারে নতুনভাবে। তার পরিবারে নেমে আসবে প্রশান্তি। সাহায্য করতে ইচ্ছুক বক্তিদের সুবিধার্তে নিছে গিয়াস উদ্দিনের ব্যাংক একাউন্ট নাম্বারটি দেয়া হল।
নাম- গিয়াস উদ্দিন একাউন্ট নাম্বার-৪১০৮-৫৪০১১৯-৩০০ এ.বি. ব্যাংক কক্সবাজার শাখা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।