সিবিএন:
কক্সবাজার শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু তাহের (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি শহরের সমিতিপাড়ার মৃত মকছুদ মিয়ার পুত্র। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ডের চাউলবাজারে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তাও জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু তাহের বড়বাজারে মাছের ব্যবসা করেন। তিনি মাছ বিক্রিকালে একদল দুর্বত্ত আকস্মিক এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতে আবু তাহের ঘটনাস্থলে মারা যায়।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন এ বিষয়ে বলেন: ঘটনার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।