প্রেসবিজ্ঞপ্তি
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তথা বারডেমের প্রতিষ্টাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ মোঃ ইব্রাহিমের ২৯ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে সমিতির কেন্দ্রীয় কর্মসুচির অংশ স্বরুপ দিবসটিকে কক্সবাজার ডায়াবেটিক সমিতি যথাযোগ্য মর্যাদার সাথে ‘সেবা দিবস’ উদযাপন করছে।
এ উপলক্ষে বৃহষ্পতিবার সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা সহ চিকিৎসা সেবা প্রদান করা হবে। তা ছাড়াও সকাল ১১.০০ টায় ডায়াবেটিক হাসপাতাল ভবনে ডাঃ মোঃ ইব্রাহিমের জীবনীর উপর আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব কর্মসুচিতে অংশ নিতে কক্সবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ জানিয়েছেন।