নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের এন্ডারসন সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মেসার্স নিয়াজ স’মিল সম্পূর্ন ভস্মিভুত হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ লাখ টাকার সহায় সম্পদ। ৪ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে সাবেক পোনা মার্কেট সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হঠাৎ স’মিলে আগুণ জ্বলছে দেখে তারা আগুন নেভাতে এগিয়ে যায়। আগুনের লেলিহান শিখা এতই প্রকট ছিল যে স’মিলের ধারে কাছেও যাওয়া সম্ভব হয়নি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ইতিমধ্যে স’মিলে থাকা গাছ, মেশিনারিজ সব সহায় সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাতে রক্ষা পায় আশপাশের দোকানপাট ও বসতবাড়ী।
স’মিলের মালিক মৃত নুর আহমদ মিয়ার ছেলে মোঃ কাইছার স্থানীয় দুস্কৃতিকারীরা ঘটনাটি ঘটাতে পারে বলে ধারণা করেছেন। তিনি জানান, পূর্বশক্রুতার জের ধরে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত করতে স’মিলে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি ৫ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোঃ কাইছার জানান, কেরোসিন বা পেট্রোল দিয়ে স’মিল জ্বালিয়ে দেয়া হয়েছে। সঠিক তদন্ত করলে আসল রহস্য বের হবে।
কক্সবাজার ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার শেফায়েত হোসেন জানান, অগ্নিকান্ডের খবরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স’মিলের মেশিনসহ মূলবান সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান চলছে। উপসহকারী পরিচালক মো. আবদুল মালেক অগ্নিকাণ্ডের ঘটনাটি পূর্বশত্রুতামূলক বলে মন্তব্য করেছেন।
শহরে অগ্নিকাণ্ডে স’মিল ভস্মিভুত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।