সিবিএন:
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল (পুটিনবনিয়া) রোহিঙ্গা শিবিরে আগুন লেগে ১৪টি ঘরের ২৮টি কক্ষ পুড়ে গেছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পুটিনবনিয়া রোহিঙ্গা শিবিরের উমান সাইডে (পশ্চিম ব্লকে) আগুন লাগে। পুলিশের ধারণা, গ্যাস সিলিন্ডার থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এঘটনা কেউ হতাহত হয়নি।
রোহিঙ্গা ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে টেকনাফের হোয়াইক্যং পুটিনবিনয়া রোহিঙ্গা শিবিরে পশ্চিম সাইডে হঠাৎ করে একটি পলিথন ঘরে আগুন লাগে। পরে মুহূর্তে মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে যায়। ২০-৩০ মিনিটের মধ্যে ঘরগুলো পুড়ে যায়। এতে ১৪টি ঘরের ২৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। গত বছরের ২৫ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে এসে সেখানে পাহাড়ে বসতি গড়েন তারা। সেখানে ২০ হাজারের বেশি রোহিঙ্গা রয়েছে।
হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসআই) দীপঙ্কর কর্মকার বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রোহিঙ্গা শিবিরের ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া ঘরগুলো এনজিওর মাধ্যমে পুননির্মাণ করে দেওয়া হবে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।