আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়ায় স্বামীর বিরুদ্ধে দায়ের করা স্ত্রীর মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,কক্সবাজার-এ স্ত্রীর দায়ের করা মামলা (নং সিপি ৯৬৫/১৭) এ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালতের বিজ্ঞ বিচারক (জেলা জজ) পরোয়ানার এই আদেশ দেন।

অভিযোগে জানাগেছে, চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের কামাল উদ্দিনের মেয়ে রুনা আক্তারের সাথে চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডের মধ্যপালাকাটা গ্রামের মাস্টার আবদুল গনির পুত্র মো: শহিদুল ইসলামের মধ্যে ২০১৬সনের ৯ ডিসেম্বর ইসলামী শরীয়াহ মতে বিয়ে বিয়ে হয়। সুন্দরভাবে সংসার অতিবাহিত হলেও পরকিয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর উপর শুরু করে নানান নির্যাতন। বিয়ের সময় দেওয়া ৫ভরি স্বর্ণালংকার কেড়ে নিয়ে আত্মসাত করে স্বামী। এমনকি স্ত্রীর পিতৃালয় থেকে নতুন করে আরো ১ লাখ টাকা যৌতুক দাবী করে ফের নির্যাতন চালাতে থাকে এবং অশ্লীল ভাষায় গালমন্ধ করে। এক পর্যায়ে স্ত্রীকে নির্যাতন করে পিতার বাড়িতে তাড়িয়ে দেয়।

এনিয়ে স্বামীর বিরুদ্ধে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন স্ত্রী রুনা আক্তার। মামলাটি চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানকে তদন্তের দায়িত্ব দিলে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে স্বামীর বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। বর্তমানে স্বামী বিদেশে পলাতক রয়েছে। ভূক্তভোগী পরিবার বিজ্ঞ আদালত ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আইনী সহায়তা চেয়েছেন