নিজস্ব প্রতিবেদক:
কুতুবদিয়ায় পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধূরুংবাজারের পূর্বপাশে অভিযান চালিয়ে দক্ষিণ ধূরুং পেঁচার পাড়া গ্রামের এয়ার মোহাম্মদের ছেলে মাদক ব্যবসায়ী আলমনুরকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে একই দিন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ওই ইউনিয়নের হায়দারআলী সিকদার পাড়া গ্রামের আবু বকরের ছেলে লোকমান প্রকাশ সোনাইয়াকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, ‘আলমনুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২টি মাদকের মামলা রয়েছে।’
গ্রেফতারকৃতদের আদলতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।