জরুরী বিজ্ঞপ্তি 

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:১০ , আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:১৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


উখিয়ার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের (ব্যাচ-১৯৫৭ ইং হতে ব্যাচ-২০১৭ইং সাল) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী  বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ৬০ বছর বর্ষপূর্তি তথা হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আপনাদেরকে বেলা ২ টায় মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

অনুরোধক্রমেঃ

প্রাক্তন ছাত্র /ছাত্রীবৃন্দ, সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, উখিয়া, কক্সবাজার।

যোগাযোগ-০১৮১৫-১৩৮১৩৮।