ডেস্ক নিউজ:
হৃদরোগে আক্রান্ত হয়ে একুশে টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক মামুনুর রশীদ মৃত্যুবরণ করেছেন। সোমবার মধ্যরাতের দিকে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মামুনুর রশীদের এই অকাল প্রয়াণে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেেন।
উল্লেখ্য, মামুনুর রশীদ একুশে টিভির হয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রী বিটে কাজ করেছেন।
এদিকে মামুনুরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার কর্মস্থল একুশে টেলিভিশনে। একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, প্রধান বার্তা সম্পাদক জাহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একুশে টিভি সূত্রে জানা গেছে, মামুনুরের জানাজা মঙ্গলবার সকাল ১১ টায় ইটিভিতে এবং বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।