চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহে মোহাম্মদ শাহেদুল ইসলাম নামে সাধারণ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ নেতারা।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুঁপড়ির সামনে তাকে মারধর করা হয়।
মারধরের শিকার মোহাম্মদ শাহেদুল ইসলাম শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
শাহেদের বন্ধুরা জানান, শাহেদ শিবিরের সঙ্গে সম্পৃক্ত নন। তবে এক বছর আগে ফেসবুকে একটি ইসলামিক পেজ শেয়ার করেছিলেন। কিছুদিন ছাত্রলীগ নেতাকর্মীরা সেটি দেখতে পান। এর পর শিবির সন্দেহে তাঁকে মারধর করে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এর আগেও শাহেদকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের একটি কক্ষে মারধর করে শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে। আজ কলার ঝুঁপড়িতে সকালের নাস্তা করতে গেলে শাখা ছাত্রলীগের সিক্সটি নাইনের ১০থেকে ১২ জন নেতা-কর্মীরা শাহেদকে আবারও মারধর করে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, আহত শিক্ষার্থীর মাথায় প্রচন্ড আঘাত হয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, শাহেদ নামের এক শিক্ষার্থীকে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। পরে তাকে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মনসুর আলম বলেন, শাহেদ নামের ছেলেটি শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। তাই মারধর করা হয়েছে।
এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। ছাত্রলীগের এই কাজকে ঘৃণা করেছে।