সংবাদ বিজ্ঞপ্তি:

আগামী ৭ সেপ্টেম্বর’১৮ইং চকরিয়া প্রেস ক্লাবের বহুপ্রতিক্ষিত ৩য় দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ জাফর আলম বিএ(অনার্স) এমএ এবং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেস ক্লাবের প্রধান পৃষ্টপোষক নূরুদ্দিন মোঃ শিবলী নোমানের সাথে গতকাল ৩ সেপ্টেম্বর পৃথক পৃথক ভাবে মতবিনিময় করা হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময়কালে তিনি বলেছেন, অবহেলিত ও বঞ্চিত মানুষের জন্য সাংবাদিকদেরকে লিখনীর মাধ্যমে তুলে ধরতে হবে। ফলে অনেক অজানা বিষয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা জানতে পারবে এবং উন্নয়ন নিশ্চিত করা যাবে। তিনি বলেন, প্রেস ক্লাব কোন রাজনৈতিক দল, গোষ্টী কিংবা ব্যাক্তি বিশেষের হতে পারেনা। তাই ক্লাবের উন্নয়ন করা মানেই সাংবাদিকদের উন্নয়ন করা। আগামী চকরিয়া প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য আশ্বস্থ করেন এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জনগনের মাঝে তুলে ধরার আহবান জানান। একইদিন বিকাল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্লাবের প্রধান পৃষ্টপোষক নূরুদ্দিন মো: শিবলী নোমানের সাথে স্বাক্ষাতকালে আসন্ন ৭সেপ্টেম্বর তৃতীয় দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ গণতান্ত্রিকপন্থায় সম্পন্ন করতে ক্লাবের সদস্যদের প্রতি আহবান জানান। ক্লাবের নেতৃবৃন্দরা ইউএনও ও প্রধান পৃষ্টপোষকের হাতে প্রেস ক্লাবের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন। চকরিয়া প্রেস ক্লাবের প্রতিষ্টাতা উপদেষ্টা ও প্রধান নির্বাচন সমন্বয়ক প্রবীন সাংবাদিক জাকের উল্লাহ চকোরী ও প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদের নেতৃত্বে স্বাক্ষাতকার, মতিবিনিময় ও গঠনতন্ত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট ক্রীড়া ও শ্রমিক সংগঠক ফজলুল করিম সাঈদী, শাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারী, হারবাংয়ের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী, সিনিয়র সদস্য এম মোস্তফা কামাল, সহসভাপতি জহিরুল আলম সাগর, সাবেক সহসাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ, সিনিয়র সদস্য এম আলী হোসেন, অলি উল্লাহ রনি,শাহ মোহাম্মদ শাহেদ, সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সদস্য সাঈদী আকবর ফয়সাল প্রমূখ। অপরদিকে একইদিন রাত ৮টায় ধানসিড়ি কনভেনশন হলে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটুর সাথে মতবিনিময় করেছেন চকরিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দরা। তিনি বলেন, প্রেস ক্লাবের আসন্ন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে। আমরা চাই গণতান্ত্রিক পক্রিয়ায় সম্পন্ন হোক। তিনি ক্লাবের স্থায়ী কোন অবকাঠামো না থাকায় দুঃখ প্রকাশ করেন এবং ক্লাবের চলমান উন্নয়নের ধারা অব্যাহত ক্লাবের নেতৃবৃন্দকে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।