মোঃ আবুল কাসেম, ঈদগড়:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত শ্রমিক ইউনিয়নের দক্ষিন বাইশারী এলাকার বাসিন্দা মুজিব উদ্দিন (১৯)। তার পিতার নাম শাহ আলম। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে বাইশারী বাজারস্থ সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের দ্বীতল ভবনে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইশারী বাজারের মূল বিদ্যুৎ লাইনের নিচেই সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের নির্মাণাধীন দোকানের ২য় তলায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিল মুজিব। একদম নিকটেই ১১ হাজার বোল্টের বৈদুত্যিক তার। কাজ করাকালীণ সময়ে অসতর্কতা বশত: বৈদ্যুতিক তারে শর্ট খেয়ে মাটিতে পড়ে যায়।
তাৎক্ষনিক বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঈদগাঁও মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তার চাচা রুহুল আমিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।