সিবিএন:
কক্সবাজার শহরের উপজেলার গেইট এলাকায় বিদ্যুৎপৃষ্টে ফখরুদ্দিন মাহমুদ কাসেফ (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে। নিহত কাসেফ মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকার আব্দুল মজিদের ছেলে ও কক্সবাজার হার্ভাড কলেজের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে হিটারে রান্না করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় কাসেফ। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কক্সবাজার হার্ভাট কলেজের অধ্যক্ষ সিরাজুল মোস্তফা বলেন, ‘ফখরুদ্দিন মাহমুদ কাসেফ কক্সবাজার হার্ভাড কলেজে কয়েকদিন আগে চলতি সেশনে ভর্তি হয়েছিল। তার রোল নং- ১৭৭। তার এই অস্বাভাবিক মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত।’
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।