প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকার মতিঝিল থেকে প্রকাশিত জাতীয় ম্যাগাজিন জাতির আলো কক্সবাজার ব্যুরোতে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এডভোকেট মো: শামসুল ইসলাম হেলালী (আজিম) কে শিল্প ও বাণিজ্য প্রতিবেদক হিসেবে পরিচয় পত্র পরিয়ে দিচ্ছেন জাতীয় ম্যাগাজিন জাতির আলো’র উপদেষ্টা সম্পাদক, জনতার কণ্ঠের প্রধান সম্পাদক ও জাতীয় দৈনিক আমার কাগজ এবং দি গুড মর্নিং পরিত্রকার সহ-সম্পাদক মো. আকতার হোছাইন কুতুবী। আজ রবিবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানার পেছন রোডস্থ ব্যুরো কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জনতার কণ্ঠের কক্সবাজার জেলা প্রতিনিধি লায়ন জিয়াউল করিম, জাতির আলোর স্টাফ রিপোর্টার মো. আব্দুল কাইয়ুম নয়ন, জনতার কণ্ঠের ক্রীড়া প্রতিবেদক আতিকুর রহমান শাকিল, ব্যুরো অফিসের প্রধান কম্পিউটার অপারেটর এন্ড ডিজাইনার চিংসাউ মারমা প্রমুখ।
উল্লেখ্য যে কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এড.মো. শামসুল ইসলাম হেলালী আজিমের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যুরো অফিসের সুপারিশক্রমে জাতির আলো’র সম্পাদক ও প্রকাশক আউলিয়া বেগম আলো ও উপদেষ্টা সম্পাদক মো. আকতার হোছাইন কুতুবী আগামী ১ বছরের জন্য শিল্প ও বাণিজ্য প্রতিবেদক (কক্সবাজার ব্যুরো অফিস) এর জন্য নিয়োগ প্রদান করেন।
জাতির আলোতে এড. আজিমকে প্রতিবেদকের পরিচয় পত্র প্রদান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে