সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের ড্রেইন, সড়ক উপ-সড়কের ফুটপাত, স্লুইসগেইট, বাঁকখালী নদীসহ দীর্ঘদিন যারা পৌরসভার জায়গা দখল করে রেখেছেন সেইসব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জনসচেতনতার মতবিনিময় শুরু করেছেন নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। রোববার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে প্রথম সভা হয়েছে ৩ ও ৪ নং ওয়ার্ডের স্ব-স্ব কাউন্সিলরসহ এলাকার প্রতিনিধিদের সাথে।
সভায় সভাপতির বক্তব্যে মেয়র মুজিবুর রহমান বলেন, “নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমার প্রথম কাজ হলো শহরের জলাবদ্ধতা দুর করা। পাশাপাশি যানজট দুরিকরণ ও ময়লা আবর্জনা পরিস্কার রেখে একটি পরিচ্ছন্ন পর্যটন নগরী গড়তে আমি বদ্ধ পরিকর। সে জন্য প্রথম আমি জনদুর্ভোগের জলাবদ্ধতা দুরিকরণের কাজে হাত দিয়েছি।” মেয়র বলেন, “আমি সরেজমিন পৌরসভার বেদখলীয় জায়গাগুলো পরিদর্শন করেছি। দেখেছি কারা ড্রেইন এবং ফুটপাত দখল করেছে, সবার তালিকাও তৈরী হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি, সেইসাথে অবৈধ দখলদারদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করে বলছি-আপনারা নিজ দায়িত্বে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলুন, পৌরসভার সম্পদ ছেড়ে দিন, গুটি কয়েক অসাধু দখলবাজদের কারনে লাখো মানুষের দুর্ভোগ মেয়র হিসেবে আমি মেনে নিতে পারিনা, এটি পর্যটন শহর এখানে দেশী-বিদেশী পর্যটকরা বেড়াতে আসেন, তাই বুলডোজার চালানোর আগে পৌরসভার বেদখলী মূল্যবান সব জমি ছেড়ে দেয়ার অনুরোধ জানান মেয়র।”
পৌরসভার সচিব রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেয়র প্রতিটি ওয়ার্ডের সমস্যা দুরিকরণে স্থানীয় কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ১১ সদস্যের বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ ও মনতোষ চাকমা।
এছাড়া ৩ ও ৪ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সাবেক কমিশনার আবদুল খালেক, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সভাপতি মোস্তাক আহমদ, কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল, আবদুল খালেক, আবু জাফর, ফজলুল কুিরম, আলম বহদ্দার, মোঃ ইলিয়াছ, আবু বক্কর, আবুল কাশেম প্রমুখ।
এর আগে বিকেল ৪টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ্র রুহুল আমিন স্টেডিয়ামে সদর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মেয়র মুজিব। পরে গোলদিঘীর পাড়ে শ্রীশীজন্মাষ্টমি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
এদিকে রাত ৮টায় টমটম মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে রাতে বিকে পাল সড়কস্থ লোকনাথ সেবাশ্রম মন্দিরে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মুজিবুর রহমান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।