সিবিএন:
সীমান্ত জনপদ টেকনাফে গত একমাসে অন্তত ২১ কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসময় এতে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ৫০টি মামলা করা হয়েছে।
পাশাপাশি বিদেশি মদ, চোলাই মদ ও বিয়ারসহ নানা প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
টেকনাফ ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, আগষ্টের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযানে বিশ কোটি বিরানব্বই লাখ সাতচল্লিশ হাজার তিনশ’ বায়ান্ন টাকা মূল্যের ইয়াবা, অন্যান্য মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।