শাহেদ মিজান, সিবিএন:
মহেশখালী উপজেলার শাপলাপুরে জেমঘাট হিমছড়ি এলাকায় পারিবারিক কলহের জের ধরে পিতাকে কুপিয়ে হত্যা করলো ছেলে। নিহতের নাম কালা মিয়া (৬৫)। তিনি ওই এলাকার মৃত অালী হোসেনের পুত্র। রোববার ভোরে এই খুনের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, কিছু দিন আগে কালা মিয়ার স্ত্রী মারা যান। তিনি আবার বিয়ে করেছেন। এই নিয়ে ছেলে নেজাম উদ্দীনের (২৫) সাথে নানা বিষয় নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়। এই নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হয়ে আসছিল। গত ৩১ আগস্ট ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন কালা মিয়া। দু’পক্ষকে ডেকে ওসি প্রদীপ কুমার দাশ তাদের মধ্যে মীমাংস দিয়েছিলেন। কিন্তু তাতেও বিবাদ মিটেনি। এর অংশ হিসেবে রোববার ভোরে ঝগড়ার এক পর্যায়ে পুত্র নেজাম উদ্দীন কুরপি দিয়ে পিতা কালা মিয়াকে মাথায় ও পিটে আঘাত করে। এতে তার মৃত্যু হয়।
লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।