জুবাইর উদ্দিন, চবিঃ
চবির রসায়ন বিভাগের ১০৮ নং কক্ষ থেকে উদ্ধার করা মায়া হরিণটি গতকাল বিকালে মারা গেছে। গত ৩০ তারিখ জানালায় ঝুলে থাকা অবস্থায় রসায়ন বিভাগের কর্মকর্তা সুমন চৌধুরী ও সালেহ আহমেদ গুরুতর জখম অবস্থায় হরিণটি উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, অসুস্থ অবস্থায় মায়া হরিণটি উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম চিড়িয়াখানায় রেখেই চিকিত্সা দেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, হরিণটির বিভিন্ন জায়গায় অতিরিক্ত রক্তপাত হচ্ছিল ।সর্বোচ্চ চেষ্টা করেও হরিণটি বাঁচানো গেল না।
হরিণটি পুঁতে ফেলার বিষয়ে জানান, চিড়িয়াখানা কতৃপক্ষের ব্যবস্থা অনুযায়ী তারা হরিণটি পুঁতে ফেলার ব্যবস্থা করবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।