সংবাদ বিজ্ঞপ্তি:

স্যাটেলাইট টিভি “আনন্দ টেলিভিশন’র পাবনা জেলা প্রতিনিধি ও পাবনার অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সাহসী নারী সাংবাদিক সুবর্ণা নদীকে পাবনায় নিজ বাসার সামনে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল ৩১ আগষ্ট (শুক্রবার) বিকাল ৪টায় চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান সমন্বয়কারী জাকের উল্লাহ চকোরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী, সহসভাপতি জহিরুল আলম সাগর, সাবেক সহসাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, এম আলী হোসেন, এম মোস্তফা কামাল, অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ সহ কর্মরত সংবাদকর্মীরা।

সাংবাদিক নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, মেধাবী, সাহসী নারী সাংবাদিক সুবর্ণা নদীকে খুনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষাও আজ স্তব্ধ। এটা অত্যন্ত দু:খ জনক। সাহসী এই নারী সাংবাদিক হত্যার সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনুন। এর বিচার করা না হলে সারাদেশে সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনে চকরিয়া প্রেস ক্লাব শতভাগ সমর্থন দেবে এবং সকল কর্মসূচী পালন করে সরকারকে বিচারে বাধ্য করা হবে বলে ঘোষণা দেন।