প্রেস বিজ্ঞপ্তি :

গত ২৪ আগস্ট ২০১৮, শুক্রবার চকরিয়ার পূবর্ সুরাজপুর (মগপাড়াবিল) গ্রামে আলোকবতির্কা পাঠাগার-এর শুভ উদ্বোধন হয় অনুষ্ঠান পাঠাগারের পরিচালক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক দুলাল কান্তি শর্মা। তিনি বলেন, পাঠাগার হলো জ্ঞানের ভান্ডার, বই পড়েই আমাদের মেধার বিকাশ ঘটাতে হবে। বিশেষ অতিথির ছিলেন শিক্ষক গোলাম কিবরিয়া খসরু। তিনি বলেন, বই পড়া জোরদার করতে হবে, বই পড়া ছাড়া কোনো বিকল্প নেই। বক্তব্য রাখেন, মসজিদের খতিব মোঃ জসিম উদ্দিন । উপস্থিত ছিলেন মোঃ কালু, নুর মোহাম্মদ, আব্দু রাজ্জাক সহ প্রমুখ। বক্তব্য রাখেন পাঠাগারের সদস্য, কফিল, আলমগীর, নিশাত, জাহেদ, সোহেল, টিপু, সরওয়ার, সজিব, জুয়েল, শাহাদাৎ, মানিক, সাজ্জাদ, প্রমুখ। অনুষ্ঠানে প্রায় সত্তরজন শিক্ষাথীর্ উপস্থিত ছিলেন।