নিজস্ব প্রতিবেদক :

চকরিয়া উপজেলার সূরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবসের আলোচনা সভার প্রধান অতিথি সাবেক সাংসদ মহিলা আওয়ামী লীগ সভাপতি সাফিয়া খাতু বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনীরা বাংলাদেশকে পাকিস্তানী ধারায় নিয়ে যেতে ছেয়েছিল। তিনি বলেন, ২১ আগস্ট বোমা হামলা বঙ্গবন্ধুর কন্যা সহ জাতীয় নেতৃবৃন্দদের হত্যার পরিকল্পনা ছিল। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনায় পুনগঠিত করেছেন এবং দেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপান্তর না হয়, মনোনয়ন দেওয়ার একমাত্র ক্ষমতা জননেত্রী শেখ হাসিনার। তিনিই জনগণের বিশ্বস্থ একজনকে মনোনয়ন দিবেন। তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন জনগণের ভালবাসা সমর্থন পাওয়ার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার।

মানিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাদল কান্তি শর্মা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন সিআইপি, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা রেজাউল করিম, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মাহমুদ, মিথুন, জেলা নেতা এ,টি,এম জিয়াউদ্দীন চৌধুরী, মিজানুর রহমান, উম্মে কুলসুম মিনু, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিন রোকসানা, দিলরুবা জামান শেলী, সুরাইয়া বেগম ইভা, সৈয়দা রাজিয়া মোস্তফা, কানিজ ফাতেমা মোস্তাক, চেমন আরা তৈয়ব, চকরিয়া আওয়ামী লীগ নেতা জামাল উদ্দীন জয়নাল, আজিমুল হক আজিম, শওকত হোসেন, ওয়াহিদুর রহমান, শওকত, রফিকুল ইসলাম কাজল, সাইফুল ইসলাম মাস্টার, রাহুল বড়–য়া।